আমাদের ভারত, ২৩ নভেম্বর: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা টিকা ৯০% কার্যকর হতে পারে বলে দাবি করেছেন তারা। তৃতীয় ট্রায়ালের ফলাফলের পর এই ভ্যাকসিনে করোনা ভাইরাসের সংক্রমণ রোখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তারা।
একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনার টিকা মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে গড়ে ৭০.৪ শতাংশ কার্যকরী। ১৩১ জনের ওপর তৃতীয় দফার ট্রায়ালে এই ফল বেরিয়েছে। তবে এই ভ্যাক্সিন কিভাবে ৯০% পর্যন্ত কার্যকর হয়ে উঠছে তার নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।
টিকার দু’রকম ডোজ রয়েছে। প্রাথমিক বা প্রথম ডোজের পর বুস্টারের স্ট্যান্ডার্ড ডোজ দেওয়া হলে টিকা ভাইরাসের বিরুদ্ধে ৯০% কাজ করছে। তবে শুধু স্ট্যান্ডার্ড ডোজটিকে প্রাথমিক ও বুস্টার হিসেবে ব্যবহার করলে তার কার্যকারিতা মাত্র ৬২%।
অর্থাৎ অক্সফোর্ড ভ্যাকসিনের ফুল ডোজে সবচেয়ে ভালো ভাবে লড়াই করা যাবে করোনার বিরুদ্ধে। এতে সংক্রমণ রোখা সম্ভব হবে। উপসর্গহীন করোনা আক্রান্তদের ওপরে টিকা প্রয়োগ করে তৃতীয় দফার ট্রায়ালে এই ফলাফল পাওয়া গেছে।
তবে শুধুমাত্র আক্রান্তরাই সুস্থ হবেন এমনটা নয়, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনে কোভিড -১৯ রোগকে আটকানো যাবে। ভ্যাকসিন প্রয়োগের পর কাউকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ভ্যাকসিনের সংরক্ষণও তুলনামূলক অনেক সহজ। ২ -৪ ডিগ্রি ঠান্ডাতেই সংরক্ষণ করা যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন। ফলে ভ্যাক্সিন সঞ্চিত রেখে বন্টন করা তুলনামূলকভাবে সহজ হবে বলে আশা বিশেষজ্ঞদের।টিকার প্রয়োগে অনেক মানুষকেই সংক্রমণ থেকে রক্ষা করা যাবে বলে মনে করছেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ডিরেক্টর তথা ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদন্তকারী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড।