পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পরিচালনায় বুধবার থেকে শুরু হলো চার দিনের সাব ডিভিশনাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সুরক্ষা কর্মীদের ও সুরক্ষা সম্পর্কিত দপ্তরদের নিয়ে হাসপাতাল সম্পর্কিত সুরক্ষা প্রশিক্ষণ।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের সুরক্ষা প্রদানকারী কর্মী, সিকিউরিটি গার্ডস, সুপারভাইজার, পুলিশ কর্মী, ফায়ার সার্ভিস দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মী, মেডিক্যাল অফিসার্স, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বিভাগ, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ও অন্যান্য সুরক্ষা প্রদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জেলার সকল হাসপাতাল ও মেডিকেল কলেজের সুরক্ষায় সর্বদা তৎপর ও বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।