Subhash Sarkar, BJP, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ সেপ্টেম্বর: হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য নেতা ডাঃ সুভাষ সরকার।

আরজিকর কান্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে সর্বস্তরের চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তী মাচানতলা মোড়ে এক সভায় চিকিৎসকদের হুঁশিয়ারি দেন। তার এই হুঁশিয়ারিতে জেলাজুড়ে আলোড়ন ও আতঙ্কের সৃষ্টি হয়। প্রভাব পড়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
সুভাষবাবু এই দাবি জানান।সুভাষবাবু আরও জানান, আরজিকর কান্ডে জড়িতদের শাস্তির দাবি ও সুবিচার দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।সুভাষবাবু জানান, তিনি নিজেও এই মামলার অন্যতম বাদী। আগামী ৬ তারিখে এই মামলার শুনানি শুরু বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *