BJP, Chandan Sen, নাট্যকার চন্দন সেনের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তুভ বাগচী

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: মঙ্গলবার রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বুধবার অরাজনৈতিক ভাবেই চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে পৌছলেন কলকাতা কর্পোরেশনের পৌর পিতা সজল ঘোষ ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচী।

প্রসঙ্গত, কৌস্তব বাগচীর ফোন থেকেই নাট্যকার চন্দন সেন এর সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আমরা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আসিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে যারা প্রতিবাদ করছে আমরা তাদের পাশে আছি। চন্দনবাবু যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত শুনে তাকে প্রণাম জানাতে এসেছি।

অপরদিকে নাট্যকার চন্দন সেন বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। নাটক আমার ভাষা। তবে আমার দরজা সবার জন্য খোলা আছে। আমি আশা করেছিলাম, সরকারিভাবে আমার সিদ্ধান্তের উত্তর দেওয়া হবে কিন্তু এখনো সেই উত্তর আমি পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *