Chandan Bhowmik, mentor, Jalpaiguri Zilla Parishad, জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ মার্চ: লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক।শনিবার পরিষদে গিয়ে সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। এদিন তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ ও কর্মাধ্যক্ষ মহুয়া গোপ।

দীর্ঘদিন থেকে মেন্টরের দায়িত্বে ছিলেন ডুয়ার্সের চা বাগান এলাকার নেতা অমর নাথ ঝাঁ। গতকাল রাতে রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করা হয়। সেখানে জেলাপরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে চন্দনকে। তিনি দীর্ঘদিন থেকে শাসক দলের নেতা। এক সময় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের সদস্য ছিলেন।

এদিন দায়িত্ব নিয়েই চন্দন ভৌমিক বলেন, “জেলা পরিষদের প্রচুর নিজস্ব সম্পত্তি রয়েছে। একাংশ সম্পত্তি দখল হয়ে রয়েছে। জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে কাজ করবো। এছাড়া বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। সেই সব গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প তুলে ধরতে কাজ করতে হবে। এছাড়া আমার যা দায়িত্ব সেই কাজও করতে হবে।”

এদিকে জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, “কে কোন পদে থাকবে সেটা দল সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারি ভাবে নতুন মেন্টারের দায়িত্ব গ্রহণ করলেন চন্দন ভৌমিক।” সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ বলেন, “একজন অভিভাবক পেলাম শহর থেকে, কাজের ক্ষেত্রে অনেক সুবিধে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *