পারুল খামারিয়া, আমাদের ভারত, নদিয়া, ২৯ সেপ্টেম্বর: আজ ভারতীয় কিষাণ সংঘ-এর নদিয়া জেলা সমিতি নতুন করে গঠিত হল কৃষ্ণনগর-এর বিবেকানন্দ ভবনে। এই সমিতি গঠনে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক অনিমেষ পাহাড়ি, প্রান্তের কার্যকারিণী সদস্য ও ‘ভারতীয় কিষাণ বার্তা’র সম্পাদক মিলন খামারিয়া, প্রান্তের কার্যালয় সচিব প্রসেনজিৎ নাথ ও পূর্ণকালীন সদস্য (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) কার্যকর্তা গোপেন বেরা।
এদিন শুরুতেই ভারতীয় কিষাণ সংঘ-এর পতাকা উত্তোলন করেন নদিয়া জেলার সহ-সভাপতি সুশান্ত মজুমদার। এরপর মার্গ দর্শন করান গোপেন বেরা। তিনি ভারতীয় কিষাণ সংঘের কার্যকর্তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে সচেতন করেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। তারপর ‘আমরা কিষাণ আমরা চাষি, ভারতবাসী ভাই’- সমবেত গীত পরিবেশন করেন মিলন খামারিয়া।
অনিমেষ পাহাড়ি বলেন, “ভারতীয় কিষাণ সংঘ, কৃষকদের অধিকারের জন্য লড়াই করছে। কৃষকদের সংঘবদ্ধ করতে হবে ফসলের ন্যায্য মূল্য ও সরকারি বিভিন্ন সুবিধা পাবার জন্য। বিভিন্ন ভাবে কৃষকদের ঠকানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ও করবো। কৃষকের ফসলের লাভকারী মূল্য ও প্রাপ্য অধিকার পাইয়ে দেবার জন্য আমরা বদ্ধপরিকর। কৃষকভাইদের অনুরোধ করছি ভারতীয় কিষাণ সংঘের সাথে যুক্ত হবার জন্য”।
নব নির্বাচিত নদিয়া জেলার সভাপতি সুশান্ত মজুমদার বলেন, “নতুন জেলা সমিতি কৃষকদের দাবিদাওয়া আদায়ের জন্য লড়াই করবে। আমরা সংঘবদ্ধভাবে এই কাজ করব। সংঘবদ্ধ কৃষকই শক্তিশালী রাষ্ট্র নির্মাণ করতে পারে।”
পাশাপাশি নব নির্বাচিত নদিয়া জেলা সম্পাদক অশোক বিশ্বাস জানান, “নতুন জেলা সমিতি – সারের কালোবাজারি, ফঁড়েরাজ বন্ধ, জৈব চাষে উৎসাহ দান, লাভকারী ফসল চাষে কৃষকদের উৎসাহিত করবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রেখে ‘সমন্বিত কৃষি’ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে।”
নতুন জেলা সমিতিতে তিনজন মহিলা কার্যকর্তাকে দায়িত্ব দেওয়া হল- মহিলা প্রমুখ- সঙ্ঘমিত্রা মিশ্র, জৈবিক প্রমুখ- সুস্মিতা দাস ও জেলার কার্যাকারিণী সদস্যা-রাজশ্রী দাস।
নব গঠিত নদিয়া জেলা সমিতি ২০২৪ থেকে ২০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এদিনের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নতুন সহ-সভাপতি প্রদীপ মজুমদার ও সঞ্চালনায় ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক মিলন খামারিয়া।