আমাদের ভারত, ২৫ এপ্রিল: প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্রচারে বেরিয়েছিলেন শ্রীরামপুরের তিনবারের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগের উদ্দেশ্যে হুডখোলা গাড়িতে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী। অন্যান্যদের মতো তার সঙ্গে গাড়িতে উঠেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু প্রচার শুরুর আগেই কাঞ্চনকে চলে যেতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটা করলেন?
কেন তৃণমূলের একজন সাংসদ তৃণমূলের বিধায়ককেই প্রচারে নিয়ে যেতে চাইছেন না? জানা গেছে, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতিক তৃতীয় বিয়ে করেছেন, যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। তাই এবার লোকসভা ভোটের প্রচারে বেরিও বিরম্বনায় পড়তে হচ্ছে কাঞ্চনকে। তিনটি বিয়েই এর জন্য কাল হয়েছে তার।
জানা গেছে, তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারের গাড়ি থেকে এক রকম অপমান করেই নামিয়ে দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে। কল্যাণবাবুর বক্তব্য, গ্রামের মহিলারা বিরক্ত হচ্ছেন কাঞ্চন মল্লিককে দেখে। আগেও নাকি কাঞ্চনকে তার প্রচারে আসতে বারণ করেছেন। তবু কাঞ্চন বারবার প্রচারে আসছেন। এ নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, “এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলেছিলাম, গ্রামে আসবেন না। শুধু আমার সঙ্গেই প্রচারের সময় কেন থাকছেন? একজন বিধায়ক তো অন্য দিনগুলোতেও তো প্রচার করবেন। সে সব তো কিছু করছেন না। আমাকে নির্বাচন করতে হচ্ছে। মানুষের মনে যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না, কোনো ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।
আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে প্রচারে যখন চাপতে যাচ্ছিলেন কাঞ্চন মল্লিক তখনই তাকে প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবুর কথা শুনে গাড়ি থেকে নেমে ফিরে যান কাঞ্চন মল্লিক।
এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পার্টির ছেলেরা আপত্তি করছে। পার্টির ছেলেরা খুশি নয়।
পার্টির ছেলেরাই চাইছে না কাঞ্চন প্রচারে যাক।
সম্প্রতি টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। দ্বিতীয় স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে তাদের। এমনকি বিয়ের রিসেপশনে সংবাদ মাধ্যম, ড্রাইভার ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের নিষিদ্ধ রাখার জন্য চরম বিতর্কের মুখে পড়েছিলেন তারা।