হাবড়ায় বঙ্গধ্বনী যাত্রায় এসে মানুষের পাশে থাকার আশ্বাস খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

আমাদের ভারত, উত্তর২৪ পরগনা, ১৩ ডিসেম্বর:
রবিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমড়া পঞ্চায়েতের কুমড়া, রুদ্রপুর, আনখোলা, পাঁচঘোরিয়ার বিভিন্ন গ্রামে গিয়ে বঙ্গধ্বনী যাত্রার কর্মসূচিতে অংশ নিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্যমন্ত্রীর উপস্থিততে এদিন দিনভর এই কর্মসূচি পালন করা হয়। কখনো কারো বাড়িতে-বাড়িতে বসে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলতে, কখনও রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, আবার কখনো গাড়িতে করে যাত্রাপথে বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে দেখা গিয়েছে খাদ্যমন্ত্রীকে। মন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা জানাতে পেরে খুশি স্থানীয়রাও। কর্মসূচিতে অংশগ্রহণ করার পর খাদ্যমন্ত্রী এদিন জানান, এলাকার বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এতদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে দীর্ঘসময়ের অপেক্ষার পর পরিষেবা পেতেন, কিন্তু এখন মানুষের কাছে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সরকার পৌঁছে যাচ্ছে সকলের কাছে। তাই এলাকার মানুষের সমস্যার সমাধান করবার জন্যই তাদের এই বঙ্গধ্বনী যাত্রা এবং এই বঙ্গভূমি যাত্রা আগামী বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় দফায় দফায় হবে, যাতে কোনও মানুষকে আর হয়রানির শিকার হতে না হয়।

খাদ্যমন্ত্রী জানান, এলাকার মানুষ তাদের কাস্ট সার্টিফিকেট, খাদ্য সুরক্ষার কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড সহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তার কাছে আসেন এবং তিনি সমস্ত কিছুর সমাধান বের করে দেন যাতে খুব দ্রুত সকলেই এই পরিষেবা পেতে পারে। খাদ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারাও। তারা মন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাদের সমস্ত রকম সুবিধা অসুবিধার কথা জানাতে পেরে খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *