সাথী দাস, পুরুলিয়া, ২১ নভেম্বর: শুধু মাত্র সময়ের অপেক্ষা! পদ্ম শিবিরের ৫ সদস্যকে দলে যোগ করিয়ে পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতি দখলের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। এই যোগদানের ফলে ২৮ টির মধ্যে বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯। সে ক্ষেত্রে পদ্ম ফুলের ক্ষমতায় থাকা বরাবাজার পঞ্চায়েত সমিতিতে বিজেপির ৮ জন ও কংগ্রেসের ১ জন সদস্য হল।
প্রসঙ্গত, ১ জন কংগ্রেসের সদস্যকে সভাপতির আসনে বসিয়ে নিরঙ্কুশ সংখ্যা নিয়ে বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল নেয় বিজেপি। আদালতের নির্দেশে কার্যকর করে জেলা প্রশাসন। এখন ওই সমিতি দখল নিতে তৃণমূলকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কারণ, ওই মাসে বিধি মেনে আড়াই বছর পূর্ণ হবে বোর্ড গঠনের। এদিনই যোগদানের পর সেই দাবি করে তৃণমূলের বরাবাজার ব্লক সভাপতি লম্বোদর মাহাতো বলেন, “বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি নৈতিকতা দেখিয়ে পদত্যাগ করা উচিৎ। তা না হলে এপ্রিলের শুরুতেই আমরা ওই সমিতি দখল করব।”
শনিবার, পুরুলিয়া জেলা তৃণমুল কার্যালয়ে বিজেপির ৫ হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি গুরুপদ টুডু।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, দলীয় মুখপাত্র নবেন্দু মাহালি প্রমূখ নেতৃত্ব ।