সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৪ জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে চার সন্দেহভাজন বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতরা চার বছর আগে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে এসেছিল। রবিবার রাতে ফের বাংলাদেশে যাওয়ার পথে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডোবারপাড়া এলাকা থেকে বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। এদের মধ্যে দুই মহিলা ও এক জন ভারতীয় দালাল। ধৃতদের নাম, সাইদ ডিডার আলি (৪০), পারবিন শেখ (৩৫), শিফালি বিশ্বাস (৬০), বুড্ডি বিশ্বাস (১৮) ও দালাল গোপাল হায়দার (৪২), গোপাল গাইঘাটা থানার বর্নবেড়িয়ার বাসিন্দা। বাকিরা বাংলাদেশের নরাইল ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। সোমবার বিএসএফ ধৃতদের গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়।

বিএসএফ সূত্রের খবর, বছর চারেক আগে ধৃত অনুপ্রবেশকারীরা কাজের সূত্রে অবৈধ্য পথে ভারতে ঢোকে। এরপর তারা মুম্বাইতে কাজ করতেন। সোমবার ভারতীয় এক দালাল ধরে ফের চোরাই পথে বাংলাদেশে যাওয়ার পথে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নজরে পড়ে যায়। তাঁদের কথায় অসঙ্গতি থাকা বিএসএফ গ্রেফতার করে। ধৃতদের সোমবার গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের বনগাঁর মহকুমা আদালতে তোলা হয়।


