পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: নিউদ্ধ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও তরুণ সংঘ বেয়ামাগারের মিলিত উদ্যোগে মেদিনীপুরে শুরু হলো ‘ফার্স্ট ন্যাশনাল শাওলিন কুংফু চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল সিলেকশন ২০২৩’। মেদিনীপুরে শুরু হলো ‘ফার্স্ট ন্যাশনাল শাওলিন কুংফু চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল সিলেকশন ২০২৩’। ‘Niyuddha Sports association of bengal’ -এর তরফ থেকে এবং তরুণ সংঘ ব্যয়ামাগারের সহযোগিতায় মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে শুরু হলো এই অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের কর্ণধার তপন পন্ডিত জানিয়েছে, এই প্রতিযোগিতা ২২শে জানুয়ারি থেকে শুরু হয়ে আজ ২৩ শে জানুয়ারি বিকেলে সমাপ্তি ঘটে। মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গ সহ দিল্লি, ত্রিপুরার মতো একাধিক রাজ্য ছাড়াও ভারতবর্ষের বাইরে নেপাল বাংলাদেশের মতো অন্যান্য দেশের প্রতিযোগিরাও অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা থেকে দক্ষ কিছু প্রতিযোগীকে বেছে নেওয়া হবে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো প্রতিযোগী অংশ নেয়।
প্রতিষ্ঠানের সভাপতি তপন কুমার পন্ডিত জানান, “অভিভাবক এবং বাচ্চাদের উৎসাহ বাড়াতেই শাওলিন এবং কুংফুর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশেষ করে মেয়েদের আজকের দিনে সেলফ ডিফেন্স হওয়া খুব জরুরি। তাই এই উদ্যোগ। বিভিন্ন রাজ্য এবং দেশ মিলিয়ে সর্বমোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। যেহেতু আমি মেদিনীপুরের বাসিন্দা তাই মেদিনীপুরেই এই চ্যাম্পিয়নশিপ করার ইচ্ছে ছিল। বিশেষ করে মহিলারা, তাদের আমি কমান্ডো ট্রেনিং দিয়ে থাকি, পরবর্তীকালে তারা যাতে ভারতীয় সেনার সাহায্য করতে পারে।”
সোমবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, তরুণ সংঘ ব্যায়ামাগারের সভাপতি শান্তুনু চক্রবর্তী, নন্দলাল ভকত, সমাজসেবী গোপাল সাহা সহ সকল উদ্যোক্তা ও প্রতিযোগীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজসেবী শংকর মাঝি। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় ত্রিপুরা, তৃতীয় উত্তর প্রদেশ।