আমাদের ভারত, কলকাতা, ২৭ মে: মঙ্গলবার কলকাতায় পথযাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোমবার সন্ধ্যায় বিজেপি-র উদ্যোগে কলকাতায় ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিজেপি-র মিডিয়া গ্রুপে ২৮ সেকেন্ডের একটি প্রোমো যুক্ত করে লেখা হয়েছে, কলকাতা শহরে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ড্রোন শো। কলকাতার মাঝ আকাশে ফুটে উঠবে নতুন ভারতের উদয়। সোমবার সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টায় শহিদ মিনার ময়দানে এই বিরাট ড্রোন প্রদর্শনী।
এর সাক্ষী থাকতে দলে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অন্ধকার আকাশে যেমন আলোয় ফুটে উঠবে মেট্রো রেল, পদ্মফুলের আদল, তেমনই দেখা যাবে ‘আরও একবার মোদী সরকার’ কথাটা।
পরে বিকেল বিকেল সাড়ে পাঁচটায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়, হাওয়ার গতিবেগ বেশি থাকায় এই শো বাতিল করা হলো।