আমাদের ভারত, ২৭ মে: এশিয় চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার পদক পেলেন আগরতলার বঙ্গকন্যা দীপা কর্মকার। ২০১৫ সালে হিরোশিমায় তাঁর ছিল ব্রোঞ্জ। ৯ বছর পর নিজেকেই ছাপিয়ে গেলেন দীপা। রবিবার গভীর রাতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক্স হ্যান্ডলে অমিত শা লিখেছেন, “এশিয় সিনিয়র চ্যাম্পিয়নশিপে ভারত থেকে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন আমাদের অন্যতম সেরা জিমন্যাস্ট দীপা কর্মকার। তাঁকে ধন্যবাদ। ত্রিবর্ণের গর্ব বাড়ানোর পাশাপাশি, দীপা আমাদের ক্রীড়াবিদদের অনুসরণ করার জন্য একটি অনুপ্রেরণামূলক পথ তৈরি করেছেন। আমাদের জাতীকে গর্বিত করার সাথে সাথে তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল।”
রবিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্তে ইতিহাস লিখেছেন ত্রিপুরার বছর তিরিশের মেয়ে। জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে দীপা শ্রেষ্ঠত্বের পদক ছিনিয়ে এনেছেন।