করোনার হানা রুখতে পুরসভায় থার্মাল টেষ্ট হল ফিরাদ হাকিম, অতীন ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ:
করোনার আতঙ্কে কলকাতা পুরসভায় শুরু হল থার্মাল টেষ্ট। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় প্রবেশ করার পর থার্মাল টেষ্ট হয় মেয়র ফিরাদ হাকিমের। তারপর এই টেষ্ট হয় কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের।

করোনা ভাইরাসের থাবা আটকাতে কলকাতা পুরসভা ধাপে ধাপে অনেক কর্মসূচি নিয়েছেন। অবশেষে এদিন থার্মাল টেষ্ট করার কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানান ফিরাদ হাকিম। তিনি বলেন, রাজ্য সরকার সবরকম ব্যাবস্থা নিয়েছে। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৎপর। কলকাতা পুরসভা সাধ্যমতো ভাইরাসের সংক্রমনের হাত থেকে কর্মীদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। কোনও মতেই সুরক্ষা বিধির সঙ্গে আপোস করছে না কলকাতা পুরসভা। তবে সবকিছুকে ছাপিয়ে করোনার দাপট আটকাতে মানুষকে সচেতন হতে হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *