Firhad, Sukanta, আমরাই বিচার করব!আগামীতে সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু হবো, বিতর্কিত মন্তব্য ফিরহাদের, প্রতিবাদে সরব সুকান্ত অমিতরা

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: আবারো বিতর্কিত মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা পুরোমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার একটি অনুষ্ঠানে তিনি রাজ্য ও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন। আর সেই প্রসঙ্গেই বলেন, উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার এই মন্তব্যে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন।

ধনধান্য অডিটোরিয়ামে “ফিরহাদ ৩০” নামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় আমরা ৩৩ শতাংশ, কিন্তু দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি। কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেব। আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নিয়োগ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের সংখ্যালঘু ২-৩ জন বিচারপতি রয়েছেন। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব।

বাংলাদেশের উদ্বেগজনক আবহে ফিরহাদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পদ্ম নেতারা। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ফিরহাদের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এটা কি ঘৃণা ভাষণ নয়? ভারত- বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরীর একটা ব্লু প্রিন্ট। ইন্ডি জোটের শরিকরা কেন চুপ? ফিরহাদের এই মন্তব্য নিয়ে তাদের মতামত জানানোর চ্যালেঞ্জ জানাচ্ছি।” ফিরহাদের বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন তিনি।

বিজিপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ফিরহাদের মন্তব্যের নিন্দা করে বলেন, “সাম্প্রদায়িক কারা এটা আর বলতে হবে না। পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশে পরিণত হয়ে উঠতে না পারে তার জন্য পদক্ষেপ করতে হবে।”

রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতা পুরো নিগমের মেয়রের মতো পদে থেকে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের সমালোচনা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভায় সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফিরহাদের মন্তব্যকে মেরুকরণের রাজনীতি বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। ফিরহাদের মন্তব্যের নিন্দা করেছেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ পরমাত্মানন্দাজি। তিনি বলেন, কাণ্ডজ্ঞানহীন মন্তব্য। এরকম একটা পদে থেকে এরকম মন্তব্য করা অনুচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *