আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: সংবিধান দিবসে বিরোধী দল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সংসদে তিনি দাবি করেন, কংগ্রেস বারবার সংবিধানকে আক্রমণ করেছে। ৭৫ বার সংবিধানের সংশোধন হয়েছে। জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, ইন্দিরা গান্ধী দেশের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থার সময় নির্বিচারে জেলে ভরা হয়েছে। বিচার ব্যবস্থাকে কাজ করতে দেওয়াই হয়নি। পাশাপাশি ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে তাঁর দাবি, নিজের গদি বাঁচাতে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন।
নেহেরু পরিবারকেও আক্রমণ শানিয়ে মোদী বলেন, একটি পরিবার সব রকম ভাবে দেশের সংবিধানকে আঘাত করে গেছে। পরিবারটি বাক স্বাধীনতাকে ধ্বংস করার জন্য সংবিধানকে আক্রমণ করেছে। এই পদক্ষেপে সংবিধান যারা তৈরি করেছে তাদের প্রতি আঘাত করা হয়েছে। জাতি বা ধর্মভিত্তিক সংরক্ষণ নিয়েও সংবিধান দিবসে মোদী আক্রমণ করেন কংগ্রেসকে।
তিনি বলেন, ক্ষমতার লোভে ভোট ব্যাঙ্ককে তুষ্ট করতে ধর্ম ভিত্তিক সংরক্ষণের ভয়ঙ্কর খেলা খেলছে কংগ্রেস। তিনি আরো বলেন, সংবিধান শব্দটাই কংগ্রেসের মুখে শোভা পায় না। কারণ ওরা নিজের দলের সংবিধানে মানে না।
ইউনিয়ন সিভিল কোডের প্রসঙ্গও এদিন টানেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বি আর আম্বেদকর বলেছিলেন, ধর্মভিত্তিক আইন বাতিল করা উচিত। মুন্সিজি বলেছিলেন ইউনিয়ন সিভিল কোড আবশ্যিক। পাশাপাশি মোদী জানান, ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইনের জন্য আমরা সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।