আমাদের ভারত, নদিয়া, ১১ জানুয়ারি: নবদ্বীপে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী। বড়ো কোনো ছক ছিল, নাকি শুধুই এখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরি করে সাপ্লাই দেওয়া হতো? নবদ্বীপের মহিষুরা পঞ্চায়েতের মাঝের চর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী। গ্রেফতার করা হয়েছে সঞ্জু শেখ নামে এক ব্যক্তিকে।
কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, গোপন সুত্রে খবর পেয়ে এই আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয় বাড়ি থেকে। যা দিয়ে দেশি পিস্তল তৈরি করা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই যন্ত্র দিয়ে বিভিন্ন সময় দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছে, যা হয়তো পৌঁছে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। হয়তো কারো জীবন হানিও হয়েছে এই বাড়িতে তৈরি হওয়া দেশি আগ্নেয়াস্ত্র দিয়ে। তবে এতদিন কেন খোঁজ মেলেনি এই অস্ত্র তৈরির কারখানার?
বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কিছুই জানে না রাজ্যের পুলিশ থেকে ডিআইবি, আইবি, স্থানীয় পঞ্চায়েত। নাকি এই সব কিছুই সবাই আগে থাকতেই জানতো? কয়েকদিন আগেই এই নবদ্বীপের মায়াপুরে মিলেছিল জঙ্গীর খোঁজ। এরপর আজ নবদ্বীপে এই রকম আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী রাতের ঘুম কেড়েছে সকলের।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ব্যক্তির নামে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ ছিল। আজ তাকে গ্রেফতার করা হয়। সুত্রের খবর, এই যন্ত্রগুলি উদ্ধার করার পর বাড়ি থেকেই পালিয়ে গিয়েছিল অভিযুক্ত সঞ্জু। পরবর্তীতে তাকে গ্রেফতার করতে বেগ পেতে হয় পুলিশকে। এই সমগ্র ঘটনায় প্রশ্ন উঠছে কতটা সুরক্ষিত এই বাংলা? যেখানে একের পর এক জঙ্গি এবং অস্ত্র কারখানার হদিশ মিলছে?