আমাদের ভারত, নদিয়া, ৯ জানুয়ারি: আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা যায়, বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভু নগর এলাকায় জলঙ্গীর নদীর পাশে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। অভিযোগ, আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গীর বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে যার ছবি ভাইরাল হয়েছে এবং যাকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা।
এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকেও শাসক দলকে করা হয়েছে কটাক্ষ। তবে রাজা দুবে এবং তার ছবি সহ সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই, তবে সেখানে এমন কেউ ছিল না যারা আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত ছিল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। এই ছবির কোনো সত্যতা নেই।
যদিও বার অ্যাসোসিয়েশনের তরফে পাওয়া খবর, এই ঘটনায় তীব্র নিন্দা তারাও জানিয়েছেন। তবে ছবির সত্যতা নিয়েও তাদের সংশয় রয়েছে। যদি এই ছবি সত্যি হয় তারপর তারা মন্তব্য জানাবেন। তবে এই ধরনের ঘটনায় শাসক দলকে যে অনেকটাই অস্বস্তির মুখে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।