আমাদের ভারত, ৯ জানুয়ারি: মুসলিমদের নামোল্লেখ না করে তাদের কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ধর্মান্ধগুলো, মাদ্রাসায়-পড়া মূর্খগুলো, মৌলবাদীগুলো, ধর্মব্যবসায়ীগুলো একেবারে পারফেক্ট ডিকহেড। ডিকহেডকে বাংলায় কী বলা যায়? এদের উরুসন্ধিতে এদের ডিক থাকে না, থাকে মাথায়। মাথায় ঘিলু বলতে কিছু থাকে না, ওটিই আড়াআড়িভাবে থাকে, কারও কারও মাথায় থাকে আবার লম্বালম্বিভাবে। এরা চিন্তা করে ডিক দিয়ে। এরা দ্যাখে, শোনে, শোঁকে, সব ডিক দিয়ে। এরা যা কিছুই করে, বিদ্যা বুদ্ধি সব ডিক থেকেই আসে। ডিকোহোলিক ডিকহেডে সমাজ ছেয়ে গেলে সেই সমাজে বাস করা নিশ্চয়ই অসম্ভব। বিশেষ করে মেয়েদের জন্য এমন সমাজ নরক ছাড়া আর কিছু নয়।”