আমাদের ভারত,৩০ ডিসেম্বর:আগুন লাগল প্রধানমন্ত্রীর বাসভবনে। নরেন্দ্র মোদীর বাসভবনে সোমবার সন্ধ্যায় আগুন লাগে। দিল্লির ৭ নম্বর লোক কল্যান মার্গে সন্ধ্যা ৭ টা ২৫মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগে বলে জানা গেছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে ৭ লোক কল্যান মার্গে সন্ধ্যায় সামান্যই আগুন লেগেছিল। বাড়ি কিংবা অফিস এলাকায় কোনো আগুন লাগেনি। আগুন লাগে রিসেপশন অফিসে।দ্রুত দমকলে নটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। আগুন সহজেই নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।শেষবার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।