পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ডেবরা বাজার এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে আগুনে ভস্মীভূত হলো কয়েকটি দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ডেবরা বাজার এলাকার একটি ফলের দোকানে আগুন লাগে, সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাতের বেলায় অন্যান্য দোকান বন্ধ থাকায় ও জনবসতিহীন হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ফলের দোকানে ফল পাকানোর কাজে ব্যবহৃত কার্বাইড থেকেই এই অগ্নিকাণ্ড হতে পারে।