চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৮ মার্চ: নবান্ন থেকে দূর হল করোনার ভয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে এদিন জানানো হয়, কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত তরুণের বাবা, মা ও তাঁদের দুজন ড্রাইভারের করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত পরীক্ষা আজ কলকাতার নাইসেড ( ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এ করা হয়েছে। এই পরীক্ষায় চারজনেরই নেগেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। এই অবস্থায়, আজ নবান্ন এবং রাইটার্সে করোনা ভাইরাসজনিত সংক্রমণের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা দূরীভূত হল।
ওই আক্রান্ত তরুণের মা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আমলা। তিনি করোনা আক্রান্ত ছেলেকে নিয়ে বিস্তর ঘোরাঘুরির পর নবান্নে এসেছেন। কাজ করেছেন। এই ভাইরাস ছোঁয়াচে। এমনকী, বিভিন্ন সরকারি ফাইল থেকেও এই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সাবধানী মুখ্যমন্ত্রীর অভিপ্রায় জেনে সস্ত্রীক গৃহবন্দি হতে বাধ্য হন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪তলা-সহ নবান্নের বিভিন্ন তলাকে দূষণমুক্ত করতে অভিযান চালায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর পরই তড়িঘড়ি বেলেঘাটার নাইসেডে ওই তরুণের সঙ্গে সংযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্টই নেগেটিভ বলে চিকিৎসকা জানিয়েছেন। এমনটাই দাবি রাজ্য স্বাস্থ্য দপ্তরের।