স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ মার্চ:
রাতের অন্ধকারে চাষের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। বার বার প্রশাসনকে বলেও কোনো সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করলো কৃষক ও তার পরিবারেরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
সূত্রের খবর, শান্তিপুরের হরিপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে চাষের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। কখনো ফসল থাকা কালীনও মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা। প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে চাষিদের। আর তারই প্রতিবাদে সোমবার শান্তিপুর কালনা রোড অবরোধ করে চাষিরা। পরে শান্তিপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।মাটি কাটার সমস্যা না মিটলে বড় আন্দোলনে নামবে বলে হুমকিও দিয়েছে চাষিরা।