Explosive, Rampurhat, তেলেঙ্গনার বিস্ফোরক বোঝাই লরি আটক রামপুরহাটে, উদ্ধার ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১১ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই লরি আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। বিস্ফোরক বহন করার অভিযোগে আটক করা হয়েছে দু’জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার কোন্ডাপুর মণ্ডলের কোনাপুর গ্রামের বালাজি এন্টারপ্রাইজ থেকে ১৬ চাকার লরিতে বিস্ফোরক বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল। লরিতে ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই করা ছিল। প্রতিটি বাগের ওজন ৫০ কেজি। মোট ১৬০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট গাড়িতে ছিল বলে পুলিশের দাবি।

সোমবার রাত ১০টা নাগাদ মনসুবা মোড়ে সূত্র মারফৎ পুলিশ জানতে পেরে গাড়িটিকে আটক করে। এরপরেই গাড়ি পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরক নজরে আসে। ব্যাগের ব্যাচ নম্বর গুলো মুছে ফেলা হয়েছিল আগেই। কাগজপত্রে যথেষ্ট অসঙ্গতি দেখতে পেয়েছে পুলিশ। বিস্ফোরকগুলো ঝাড়খণ্ডের দেওঘর জেলার সিরসিয়া এলাকায় নামানোর কথা ছিল। সেই মতো রামপুরহাট শহর ঢোকার আগে ১১৪ এ মনসুবা বাইপাস ধরে ঝাড়খণ্ড যাওয়ার চেষ্টা করেছিল গাড়ির চালক। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় লরিটি। পুলিশ গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *