পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের এনএসএয় ইউনিট ১ ও ২ এর উদ্যোগে ব্লকের বিভিন্ন জায়গায় চলছে দুঃস্থ খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দেওয়ার কাজ। জানাগেছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে চলছে এই কর্মসূচি। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত শিক্ষার অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড: অজয় কুমার মন্ডল, অধ্যাপক চিন্ময় মন্ডল সহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা। এইদিন ব্লকের ওরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ খুদে পড়ুয়াদের শিক্ষার সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি পড়াশোনার প্রতি আরো আগ্রহ তৈরি করতে চকলেট দেওয়া হয় ইউনিটের পক্ষ থেকে। এছাড়া শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তাও দেওয়া হয় এদিন ইউনিটের পক্ষ থেকে। জানা গিয়েছে, এদিন ৪৫ জন পড়ুয়াকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়।