Dol festival, Lake, সরোবরের মধ্যে দোল উৎসব পালনের অনুমতি, মুখ্যমন্ত্রীকে চিঠি পরিবেশবাদীদের

আমাদের ভারত, ৭ মার্চ: রবীন্দ্র সরোবরের তিনটি ক্লাবকে দোল উৎসব পালনের ছাড়পত্র দেওয়ায় শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিলেন পরিবেশপ্রেমীরা।

চিঠিতে লেখা হয়েছে, “আমরা যারা প্রকৃতিপ্রেমী এবং যারা রবীন্দ্রসরোবরের বিষয়ে অত্যন্ত সহানুভূতি ও সংবেদনশীল তাদের সবার তরফে একটি অনুনয় জানাতে বাধ্য হয়েছি।

রবীন্দ্র সরোবরের মধ্যবর্তী তিনটি ক্লাব যার মধ্যে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিও রয়েছে তারা একটি আমন্ত্রণপত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। তাতে লেখা রয়েছে আগামী দোল উৎসবে রবীন্দ্র সরোবরের একটি দ্বার (নং ১২) সরোবরের মধ্যে দোল পালনের জন্য উন্মুক্ত থাকছে এবং সদস্য এবং অতিথিদের জন্য।

সকাল ১০টায় শুরু হবে সেই উৎসব, অথচ প্রতিবারের মত প্রাতভ্রমণকারীদের জন্য নিয়মমাফিক সরোবরের প্রতিটি দ্বার রুদ্ধ থাকবে। জাতীয় পরিবেশ আদালতের ২০১৭ সালের আদেশ অনুযায়ী সরোবরের মধ্যে কোনও উৎসব পালনে কঠোর নিষেধ বলবৎ আছে। তা সত্বেও কার পরামর্শে সেই আদেশ পালন না করে প্রকাশ্যে সরোবরের মধ্যে দোল উৎসব পালনের আহ্বান জানানো হতে পারে, এই প্রশ্নও প্রাসঙ্গিকতা পাচ্ছে।

এবার পরিবেশের পরিপ্রেক্ষিতে একটা গভীর আশঙ্কা দেখা দিচ্ছে যেখানে মনে করা হচ্ছে তিনটি ক্লাবের অগুণতি সদস্য যদি দোলে রঙ এবং আবীর ছড়াতে শুরু করে তা সরোবরের জমিতে গিয়ে মিশবে এবং একই সঙ্গে সেই রাসায়নিক সমূহ জলও দূষিত করবে, যা জীববৈচিত্র‍্যের এবং বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি করবে।

এমতাবস্থায় আপনার সুচিন্তিত এবং আইনানুগ হস্তক্ষেপই পারে এই পরিবেশ ধ্বংসকারী সিদ্ধান্তকে অগণিত সাধারণ মানুষ ও বাস্তুতন্ত্রের স্বার্থে বাতিল করে দিতে। আশা করি আপনার যথাসময়ের আশ্বাসবাণী পেয়ে পরিবেশবিদ ও পরিবেশ প্রেমীরা এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে!”

জাতীয় সরোবরের পরিবেশ ও প্রকৃতিপ্রেমীবৃন্দর তরফে এটি লিখেছেন পরিবেশবিদ ও দূষণ বিষয়ক উপদেষ্টা সোমেন্দ্র মোহন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *