আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ আগস্ট:
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর অমানসিক অত্যাচার ও তাঁকে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। রাজনৈতিক, অরাজনৈতিক, শিল্পী, পড়ুয়া সকলেই পথে নেমেছেন প্রতিবাদে। এবার দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জিএমআইটির পড়ুয়ারা পথে নামলেন। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তাঁরা। আরজিকর কান্ডে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি এবং পথে ঘাটে মহিলাদের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন।
এই কলেজের ভাইস চেয়ারম্যান বিনয় পান্ডা বলেন, “আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আমরা গার্গী মেমোরিয়াল ইন্সটিটিউট অফ টেকনলজির ইঞ্জিনিয়ারিং কলেজের তরফ থেকে পথে নেমেছি। কলেজের সকল পড়ুয়ারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। পাশাপাশি পড়ুয়ারা নিজেদের দাবিতেও এই প্রতিবাদ মিছিলে শ্লোগান তুলেছেন। এই ধরনের নোংরা, ঘৃণ্য কাজ বন্ধ হোক।”