পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: বেলদায় সবজি বাজারে হানা জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার সবজি বাজারে হানা দেয় জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন সবজি বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সবজির দাম তারা জানেন। সবজির দাম বাড়ানো হলে তা কেন কেন বাড়ানো হয়েছে সমস্ত বিষয়ের তদারকি করেন। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
মূলত সবজির দাম বেশি করে বিক্রি করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে তদারকি করা হয় এদিন। খুচরো বিক্রেতার পাশাপাশি এদিন পাইকারি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা।