CITU, west Midnapur, পশ্চিম মেদিনীপুরে দাবি দিবস পালন সিটু’র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: আজ বামপন্থী শ্রমিক গণ সংগঠন সিআইটিইউ- এর আহ্বানে দেশজুড়ে সর্বভারতীয় দাবি দিবস পালিত হয়। সেই অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও এই কর্মসূচি পালন করা হয়েছে। আজ খড়্গপুর ডিএলসি’র কাছে ২ ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়।

কেন্দ্রের শ্রমিক কোড বাতিল, ন্যূনতম মাসিক মজুরি ২৬০০০ করা, পেনশন ৯০০০ টাকা করে দেওয়া, ঠিকা শ্রমিকদের স্হায়ীকরণ ও সমকাজে সমবেতন সহ অন্যান্য দাবি নিয়ে ছিল এই আন্দোলন। এছাড়া ডেবরা পেপার মিলের সম্পাদক নলিনী নায়েককে সিটু করার জন্য ছাঁটাই করেছে, এর বিরুদ্ধেও লড়াই আন্দোলন সংঘটিত হচ্ছে বলে জানান নেতৃত্বরা। নলিনী রায়কে নিয়োগ না করলে আগামীতে জোরদার লড়াই চলবে বলেও জানানো হয়। এছাড়াও খড়্গপুর শহরের আশেপাশে পরিবেশ রক্ষা করেই শিল্প স্থাপন করতে হবে, এছাড়াও অন্যান্য দাবওদাওয়া ছিল।

আজকের ডেপুটেশনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক গোপাল প্রামাণিক, নেতৃত্ব কমল পলমল, সবুজ ঘোড়াই, স্মৃতিকণা, দেবনাথ, কালোবরণ সরকার, দিলীপ দে সহ প্রমূখ।

এছাড়া আজ সন্ধেয় মেদিনীপুর শহরে দাবি দিবস পালিত হয় মিছিল ও পথসভার মাধ্যমে। মেদিনীপুর শহরের নানুরচক থেকে কেরানীটোলার চক পর্যন্ত মিছিল হওয়ার পর পথসভায় বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন সমিতির পক্ষে পল্লব সরকার, সিটুর নেতৃত্ব সারদা প্রসাদ চক্রবর্তী ও শ্যামল পাল। এছাড়া উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সমন্বয়ে নেতৃত্ব কিরণ প্রামাণিক ও বস্তি উন্নয়ন সমিতি জেলা সম্পাদক কমল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *