meeting, JSDRC, জলপাইগুড়ি মহকুমা উন্নয়ন পর্যালোচনা কমিটির জরুরি বৈঠক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ জুন: জলপাইগুড়ি সাব ডিভিশনেরর মহকুমা উন্নয়ন পর্যালোচনা কমিটির জরুরি বৈঠক হল মঙ্গলবার। এদিন শহরের হাকিম পাড়ার ডিআরডিসি দফতরে বৈঠক হয়। বৈঠকে সেচ, কৃষি, বনদফতর সহ একাধিক দফতরের প্রতিনিধিরা ছিলেন। বৈঠক থেকে উঠে এসেছে, সময় যত বাড়ছে জলের জোগান কমছে। জলপাইগুড়ি ও ময়নাগুড়ি ব্লকে কৃষিকাজের জন্য ক্যানেল থেকে ছোট চ্যানেলের মাধ্যমে জল পৌঁচ্ছে যাচ্ছে একাধিক কৃষিজমিতে। কিন্তু রাজগঞ্জ ব্লকের জল সেচের ব্যবস্থা উন্নত নয়। এই কারণে ক্যানেল থেকে ছোট ছোট চ্যানেল করে কৃষি জমিতে জল পৌঁচ্ছে দিতে সেচ ও কৃষি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে।

অন্যদিকে ধরধরা, গদাধর ও করলা নদীকে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে। সেগুলো কি পর্যায়ে রয়েছে তা আলোচনা হয়। খাদ্য দফতরের মাধ্যমে রেশন বন্টন প্রক্রিয়া চলছে। সকলে যাতে সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পান এই কারণে খাদ্য সামগ্রী মাপার জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই কাজও চলছে। বেলাকোবা রেঞ্জের বোদাগঞ্জ এলাকায় বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া লোকালয়ে ১১৯টি হাতির দল দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে উদ্বেগ বেড়েছে বনদফতরের। দ্রুত হাতির সমস্যা মেটাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *