পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: গত ১০ বৎসর ধরে, বিদ্যুৎ বিভাগে ঠিকাদারদের মাধ্যমে নেওয়া মোবাইল ভ্যানগুলির দরপত্র না বাড়ানোর ফলে, ঐ ঠিকাদাররা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন। এই অবস্থায় দরপত্র বৃদ্ধির দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সমস্ত মোবাইল ভ্যান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তাঁরা সরে আসছেন।
জানাগেছে, রাজ্য বিদ্যুৎ বিভাগের Midnapore Zonal আধিকারিক দরপত্র বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।সেই আশ্বাস পাওয়ার পর ঠিকাদাররা আপাতত মোবাইল ভ্যানগুলি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই মুহূর্তে মোবাইল ভ্যানগূলির কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসছেন বিদ্যুত বিভাগের ঠিকাদারা। West Bengal State Electrical Contractors’ Association (WBSECA) -এর রাজ্য যুগ্ম সম্পাদক কাঞ্চন মাইতি জানিয়েছেন, পূজোর মরসুম কেটে যাবার পর ঠিকাদারদের দরপত্র বৃদ্ধির আশ্বাসে তাঁরা আপাতত তাদের ঘোষিত কর্মসূচি থেকে সরে আসছেন।