পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: কলকাতার আর জি কর হাসপাতালের নিন্দনীয় ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। এই পরিস্থিতিতে কর্ম বিরতির ডাক দিয়েছে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। এই পরিস্থিতির মাঝে সোমবার রাজ্যের ডাক্তারদের উদ্দেশ্যে নিজেদের কাজে ফিরে যাওয়ার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বসন্তপুরে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ অপরাজিতা বিলের সমর্থনে ধর্না অবস্থান করলো তৃণমূল নেতা কর্মীরা। যেখানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি।
এদিন এই ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করে তিনি বলেন, নির্যাতিতার পরিবারের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক চক্রান্ত চলছে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশাপাশি রাজ্যের সমস্ত ডাক্তার সহ স্বাস্থ্য কর্মীদের নিজেদের কাজে ফিরে যাওয়ার আবেদন করেন তিনি।