পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার খুকুরদহ ফুল বাজার এলাকায় শনিবার গভীর রাতে পথ দুর্ঘটনায় প্রায় আট জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের পীতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, এই ফুল বাজারটি গভীর রাতের পাইকারি বাজার। ফুলচাষিরা এখানে পাইকারি দরে ফুল বিক্রি করতে আসেন। ঘাটাল থেকে পাঁশকুড়াগামী একটি দ্রুতগতির ডাম্পার রাস্তার পাশে বসে ফুল বিক্রি করা কয়েকজন চাষি এবং কয়েকটি মোটর সাইকেলের উপর দিয়ে চলে যায়। ঘটনায় প্রায় আট জন ফুল চাষি গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।