অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৫ মার্চ: বহুচর্চিত ‘দি কাশ্মীর ফাইলস’ দেখে ঘুরে দাঁড়ানোর নিদান দিলেন বরিষ্ঠ শিক্ষাবিদ ডঃ অচিন্ত্য বিশ্বাস
মঙ্গলবার রাতে ‘উপলব্ধি’ শিরোনামে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “সব থেকে আশ্চর্য হচ্ছি এটা দেখে যে, ‘দি কাশ্মীর ফাইলস’ এর পক্ষে কথা বলছেন অনেকে, এক আধজন মুসলমান বলছেন— গুজরাট ফাইল খোলা হবে না? অর্থাৎ কাশ্মীরে পণ্ডিত হত্যাটা ব্যালান্স করতে চাইছেন! বিতর্ক তুলে প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
বলিউড দাঁত নখ খুলে লুঙ্গি ড্যান্সে নেমে তৃতীয় হিন্দু বৌয়ের চতুর্থ পুত্রের জন্ম বা খতনার খবর শোনাচ্ছে! হিন্দু-মন? ঐক্যবদ্ধ নয়। হলে যাচ্ছেন, পপ কর্ন আর পানীয় খাচ্ছেন, কেঁদে বুক ভাসিয়ে ফিরছেন আর ভাবছেন এতেই হিন্দু জাগরণ সম্পূর্ণ হল। ফেসবুকে ঢেকুর তুলছেন। একদল মূর্খ বলছেন, শুধু ব্রাহ্মণ মরেছে তো আমার কী? এটা একদিক থেকে ঠিক। কাশ্মীরের ব্রাহ্মণ আর দলিত ছাড়া সবাই মুসলমান, কেন?
সুপ্রিম কোর্টের আইনজীবী ভগবান দাসের ‘ম্যায় ভাঙ্গী হুঁ’ পড়ে দেখুন— এর সমাজতাত্ত্বিক কারণটা বুঝুন। আর, ওই যে মণ্ডল মশাই, মুসলমান আর ব্রাহ্মণের মধ্যে কার সঙ্গে আপনার সাংস্কৃতিক সম্পর্ক আছে? পড়ুন ‘থটস অন পাকিস্তান’, কার লেখা জানেন তো?
এখন ‘বামুন ঘেঁষে’ হবার দরকার নেই, শুদ্দুর ঘেঁষে হচ্ছে সব। স্বামী বিবেকানন্দ ভুল বলেননি। তাই চাই সার্বিক ঐক্য। এবার ফাইল খুলে অ্যাকশন টেকন নোট দিতে হবে। কী বলেন বন্ধুরা?”

