আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মার্চ: পানিহাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনার প্রতিবাদে আগরপাড়ায় মোমবাতি মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এই মিছিলে একদম প্রথমে পা মেলান অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত। এদিন তিনি রাজনীতিতে নেমে তার স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ইচ্ছা প্রকাশ করেন।
এদিন মোমবাতি হাতে মিছিলে পা মেলাতে মেলাতে বলেন, “আমি চাই দোষীদের শাস্তি হোক। আমার স্বামী ভালো মানুষ ছিলেন উনি অনেক বেআইনি কাজের প্রতিবাদ করতেন তাই শত্রুতা করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মত। আমি এখন আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে চলতে চাই। রাজনীতিতে আমি আসতে চাই। আমার স্বামীর সাথে আমার দাদা, ভাই বোনদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চাই। আমি আগেও রাজনীতি করতাম তাই আমি কোনো কিছুকে ভয় না পেয়ে আমার স্বামীর সাথেই পা মিলিয়ে রাজনীতি করতে চাই।” এদিন তিনি বিজেপিকে তার স্বামীর খুনের জন্য দায়ী করে বলেন, “আজ ধৃত বাপি পণ্ডিত বিজেপি করে। সে এই এলাকার ক্লাবের জমি হাঁতাতে চেয়েছিল, আর অনুপম তাতে বাধা দিয়েছিল। ওর জায়গা প্রভাব নষ্ট হচ্ছিল আমার স্বামীর কারণে। ওই মাঠে নানা রকম অসামাজিক কাজ হতো অনুপম এই কাজগুলো বন্ধ করিয়েছিল। তাই ও এই কাজ করিয়েছে। আর পুলিশের তদন্তে আমাদের আস্থা আছে। তবুও আমি চাই সিআইডি এই তদন্ত করুক।”
প্রসঙ্গত, আজ বাপি পণ্ডিত নামে এক ব্যক্তিকে এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এদিন অনুপম দত্তর খুনের প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে অসংখ্য তৃণমূল কর্মী ও এলাকাবাসী আগরপাড়া পাঞ্জাব ভিলা থেকে মৌন মিছিল বের হয়ে সাউথ স্টেশন রোড হয়ে নর্থ স্টেশন রোড হয়ে
অনুপমবাবুর বাড়ি পর্যন্ত যায়।