আমাদের ভারত, কলকাতা, ১৫ মার্চ: আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোম সেন্টার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ‘সারা বাংলা সেভ এডুকেশন কমিটি’।
মুখ্যমন্ত্রীকে পাঠানো বার্তায় সংগঠনের সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তী এবং সম্পাদক তরুণকান্তি নস্কর লিখেছেন, “এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা আগামী ২ এপ্রিল ২০২২ থেকে শুরু হবে তা হোম সেন্টারে হতে চলেছে। আমরা মনে করি, এতে পরীক্ষার মান ও নিরপেক্ষতা রক্ষা একটি প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়াবে। প্রথমত, পরীক্ষা চলাকালীন পরিদর্শকের দায়িত্ব পালন করবেন সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দ্বিতীয়ত, শোনা যাচ্ছে অনেক জায়গায় ভেন্যু ইনচার্জরা শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা হলে প্রশ্নের উত্তর বলে দিতে মৌখিক নির্দেশ দিয়েছেন। এর ফলে পরীক্ষা প্রহসনে পরিণত হবে, যা মেনে নেওয়া সম্ভব নয়।
হোম সেন্টার করার যুক্তি হিসাবে কোভিড পরিস্থিতির কথা বলা হয়েছিল। কিন্তু চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা ১১ লক্ষ ছাত্র-ছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং অতীতের মত অন্য বিদ্যালয়ে গিয়েই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, এখনও পর্যন্ত তাতে কোনো অসুবিধা হয়েছে বলে জানা যায়নি। উপরন্তু, মাধ্যমিক পরীক্ষার্থীদের বেশিরভাগেরই টিকাকরণ হয়নি যা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে। ফলে কোভিডের যুক্তি এখানে প্রযোজ্য নয়। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে কেন?
এই পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মান ও স্বচ্ছতা রক্ষার্থে আপনার নিকট আবেদন-
(১) হোম সেন্টারে পরীক্ষার পরিবর্তে পার্শ্ববর্তী বিদ্যালয়েই তার ব্যবস্থা করা হোক।
(২) যদি একান্তই এখন তা করা সম্ভব না হয় তাহলে হোম সেন্টারগুলোর পরীক্ষা পরিদর্শক অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্য থেকে ব্যবস্থা করা হোক।
উল্লেখ্য, এই পদ্ধতি আইসিএসই ও সিবিএসই বোর্ডে চালু আছে। এই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মর্যাদা রক্ষার্থে এই বিষয়ে আপনার দ্রুত হস্তক্ষেপ দাবি করছি।”