সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ নভেম্বর: রোজভ্যালি কাণ্ডে ফের কলকাতা, রাজারহাট ও নিউটাউনে ইডি-র অভিযান। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট ও রোজভ্যালির প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজ ও তাঁর আত্মীয়দের বাড়িতে অভিযান ইডি অফিসারদের। কলকাতা, নিউটাউন ও রাজারহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালান ইডি-র ২৫ জনের দল। সাউথ সিটি মলে শুভ্রা কুণ্ডুর অনুপস্থিতিতেই চলে তল্লাশি।
ইডি সূত্রে খবর, শুভ্রার নামে ২টি প্যান কার্ড ও একাধিক পাসপোর্ট রয়েছে। ইডি-র দাবি, রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারি থেকে প্রায় ৮০ লক্ষ টাকার অলঙ্কার নেন শুভ্রা। ওই গয়না কাকে, কোথায় দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, রোজভ্যালি সংস্থার প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজের বাড়িতেও ইডি-র অভিযান।
ইডি সূত্রে খবর, জেরায় গৌতম কুণ্ডু দাবি করেন, রূপল সিবিআইয়ের সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়া কথা বলে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর নাম করে রোজভ্যালি থেকে ২ কোটি টাকা নেন। ইডি-র দাবি, ওই সময় রূপলের নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। রোজভ্যালির টাকা ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল কি না, তা জানতেই ইডির এই তল্লাশি অভিযান।
রোজভ্যালিকাণ্ডে শহরের ৬ জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল হানা দেয় নিউ টাউনের সিটি সেন্টার ২-এর কাছে রূপল কবিরাজ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে। রোজভ্যালির এক সময়ের কর্মী এই রূপল কবিরাজের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
পাশাপাশি, গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সাউথ সিটির ফ্ল্যাটেও যান ইডির আধিকারিকরা। তবে গৌতম-পত্নী বাড়িতে না থাকায় ফিরে যান তাঁরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুকে জিজ্ঞাসাবাদের মুখে তিনি রূপল কবিরাজের বিষয়ে জানান। তিনি রোজভ্যালি সংস্থার অধীনস্থ একটি বিনোদন চ্যানেলের প্রাক্তন আধিকারিক রুপম। রোজভ্যালি কর্তার দাবি, তাঁর সঙ্গে সিবিআইয়ের সমঝোতা করিয়ে দেবার জন্যই মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন রূপল। আর সেই আর্থিক লেনদেন হয়েছিল সুদীপ্ত রায় নামের এক ব্যক্তির মাধ্যমে। ইতিপূর্বে সুদীপ্ত রায়কে গ্রেফতার করেছিল ইডি।