Poem, প্রকাশিত হলো দ্বাদশীর “সৃস্টিস সিলি পোয়েম”

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: রবার্ট ফ্রস্ট বলেছেন, “পোয়েট্রি ইজ ওহেন অ্যান ইমোসন হ্যাজ ফাউন্ড ইটস ঠট অ্যান্ড দ্য ঠট হ্যাজ ফাউন্ড ওয়ার্ডস।” এমন সব আবেগমথিত শব্দের সমাহারে সজ্জিত ইংরাজি কাব্যগ্রন্থ “সৃস্টিস সিলি পোয়েম” সোমবার প্রকাশিত হল ক্যালকাটা ক্লাবে।

গ্রন্থটির মোড়ক উন্মোচন করলেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি এবং ভারতবর্ষের প্রথম লোকপাল পিনাকী চন্দ্র ঘোষ। ১২ বছরের মেয়ে সৃষ্টি সহায়ের লেখা ৫৫টি কবিতায় সমৃদ্ধ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছেন বুকস আন্ড টি প্রকাশক সংস্থা। ১২ বছরের মেয়ে সৃষ্টি বয়েসের থেকে এগিয়ে আছে তার ভাবনায় এবং মননে, তার এই জীবনবোধ প্রতিফলিত হয়েছে তার কবিতার প্রতিটি ছত্রে।

কবি তাঁর ‘দ্য এন্ড’ কবিতায় প্রশ্ন করেছেন, যেদিন হবে শেষ সব/ তখন কি রবে কলরব/ গাইবে কি গান/ কিংবা অশ্রুজলে জানাবে বিদায় সম্ভাষণ? ‘হিডেন ট্রেজার’ কবিতায় সৃষ্টি লিখেছেন, “স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস/ স্মল অ্যাক্টস অফ গুডনেস/ দোজ স্মল থিঙ্গস দ্যাট গিভ ইউ প্লেজার/ দোজ আর হিডেন ট্রেজার।” ‘ফর্টি এইট নাইটস’ কবিতায় জীবনের মুখোমুখি দাঁড়িয়ে কবি অন্য এক জীবনকে উপলব্ধি করেছেন। সৃষ্টি নিজেই বইটির প্রচ্ছদ এঁকেছেন এবং উৎসর্গ করেছেন তার মাতামহ বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং মাতামহী দেবযানী ঘোষকে।

কবিতার সঙ্গে বইটিতে রয়েছে সামঞ্জস্যপূর্ণ সৃষ্টির আকা ছবি। বইটি প্রকাশকালে সৃষ্টি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মাতামহী দেবযানী ঘোষের প্রতি, যিনি সযত্নে এই কবিতাগুলিকে রক্ষিত করেছেন। আর মাতামহ পিনাকী চন্দ্র ঘোষের প্রচেষ্টায় প্রাকশিত হয়েছে এই কাব্যগ্রন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *