মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক, বিক্ষোভ গ্রামবাসীদের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: মদ খেয়ে স্কুলে এসেছে প্রধান শিক্ষক। এই ঘটনা জানাজানির পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শেষপর্যন্ত পুলিশ গিয়ে উদ্ধার করে প্রধান শিক্ষককে। এই ঘটনা পটাশপুরের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

জানাগেছে, প্রধান শিক্ষকের নাম সূর্যকান্ত মন্ডল। বাড়ি তুলসী চারা মেলা প্রাঙ্গণের কাছাকাছি দাড়িপাটনা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়দিনই প্রধান শিক্ষক মদ খে স্কুলে আসেন। গত মঙ্গলবারও তিনি মদ খেয়ে স্কুলে আসেন। এরপর ওই মদ্যপ শিক্ষককে ঘিরে চলে বিক্ষোভ। গ্রামবাসীরা পটাশপুর থানায় খবর দেয়। পটাশপুর থানার পুলিশ আসে। গ্রামবাসীদের চাপে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কালি শংকর বেরার উপস্থিতিতে ক্ষমা চাইতে হয় শিক্ষক সূর্যকান্তবাবুকে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রামের ঐতিহ্য নষ্ট করেছে। মাঝে মধ্যেই তিনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন।

যদিও অভিযুক্ত শিক্ষক বলেন, ওই দিন আমি ছুটিতে ছিলাম, তাই মদ খেয়েছিলাম। জোর করে আমায় স্কুলে আসতে বলেন। যদিও এর আগেও সঠিক সময়ে স্কুল না খোলার অভিযোগ ছিল স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। স্কুল পরিদর্শক রানা দেবনাথ জানান, মদ খাওয়া নিয়ে গ্রাম বাসীদের অভিযোগ রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। আরো কিছু অভিযোগ রয়েছে তদন্ত করছি। দুই শিক্ষকে শোকজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *