আমাদের ভারত, ২৯ জুন: নীতি আয়োগের সহযোগিতায় প্রাচীন ঐতিহাসিক স্থানগুলিতে পুনর্নির্মাণের জন্য শনিবার একটি ড্রোন সমীক্ষা করা হয়। সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে কিছু স্থান পর্যবেক্ষণ সম্পন্ন হলো।
পুনর্নির্মাণের জন্য প্রাথমিক ভাবে নদিয়ার যে ছ’টি প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত স্থান চিহ্নিত করা হয়, সেগুলি হল নবদ্বীপ গঙ্গাঘাট, কৃষ্ণনগর রাজবাড়ি, দিগনগর রাঘবেশ্বর মন্দির, শান্তিপুর আদিত্য আশ্রম ও শ্যামচাঁদ মন্দির, ফুলিয়ায় রামায়ণের বাংলা অনুবাদকারী কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান এবং শিব নিবাস মন্দির। প্রাথমিক ভাবে ড্রোনের মাধ্যমে এই জায়গাগুলি পর্যবেক্ষণ করা হয়।