পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: ‘রক্ত দান জীবন দান,’ এই মন্ত্রকে পাথেয় করে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে পশ্চিম মেদিনীপুর ১০২/১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স তৃণমূল পাইলট অ্যান্ড অ্যাটেনডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন”- এর উদ্যোগে পঞ্চম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টা চক্রাকারে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাম্বুলেন্স চালক এবং তার সহযোগী চালকদের মুমুর্ষু রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন চিকিৎসালয়ে পৌঁছে দিতে দেখা যায় দ্রুততার সঙ্গে। আজ তারাই নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের জন্য রক্তদান কর্মসূচি পালনে এগিয়ে এসেছে। এই কর্মসূচিতে প্রায় শতাধিক অ্যাম্বুলেন্স চালক এবং তাদের পরিবারের সদস্যরা রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা
আইএনটিটিইউসি’র পক্ষে গোপাল খাটুয়া, পার্থ ঘনা, গৌরাঙ্গ সিংহ, নান্টু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।