Sukanta, Sayantika, “রাজভবনে যেতে নয, মিথ্যে বলাকে ভয় করুন,” রাজভবনের চিঠি নিয়ে সায়ন্তিকার মন্তব্যের কড়া সমালোচনা সুকান্তর

আমাদের ভারত, ২৭ জুন: রাজভবনে যেতে নয় মিথ্যে বলাকে ভয় করুন সায়ন্তিকা, শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের সম্পর্কে করা সায়ন্তিকার মন্তব্যের পাল্টায় কড়া ভাষায় প্রতিবাদ করে জবাব দিলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, সায়ন্তিকা মিথ্যা বলেছেন যা তৃণমূল নেতাদের একটি অন্যতম চরিত্র।

সায়ন্তিকার বিস্ফোরক মন্তব্যের পাল্টায় রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে একটি চিঠির ছবি পোস্ট করেছেন। সেই চিঠিটি সায়ন্তিকা ছাড়াও রাজ্যে সদ্য নির্বাচিত তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারকে শপথ গ্রহণের জন্য রাজ্যপালের আমন্ত্রণ জানিয়ে পাঠানো। ওই চিঠি পোস্ট করে সুকান্ত মজুমদার স্পষ্ট করতে চেয়েছেন তৃণমূলের নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা রাজ্যপাল সম্পর্কে যে কথা বলছেন সেটা সর্বৈব মিথ্যা। কারণ রাজ্যপাল কেবল সায়ন্তিকা নয়, একই দিনে একই সঙ্গে রেয়াত হোসেনকেও চিঠি পাঠিয়েছেন।

চিঠির পর চিঠি দেওয়া নেওয়া হলেও শপথ নিয়ে জটিলতা রয়ে গেছে সদ্য নির্বাচিত তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। শপথ না নেওয়ায় এলাকার কাজও করতে পারছে না তারা, বুধবার থেকে ধর্নায় বসতে শুরু করেছেন। বিধানসভার পর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না শুরু করেছেন তারা। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন সায়ন্তিকা। তাঁর দাবি, রাজ্যপালের তরফে তার একার কাছে রাজভবনে গিয়ে শপথ নেওয়ার চিঠি গিয়েছিল। এই বিষয়টি নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান সম্পর্কে অন্য ধরনের এক উষ্মা প্রকাশ করতে শোনা গেছে।

এদিকে নবান্নে মমতা বলেছেন, রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি। যা ঘটেছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ জানিয়েছে ওরা।

সায়ন্তিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঠিকই বলেছেন আমরা ছোট, তাই বলতে চাইনি। ওঁর চেয়ারের সম্মান রেখে বলতে চাইনি। সন্দেহ তো একটা ছিলই। সন্দেহ কেন তার ব্যাখ্যা দিয়েছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন মেইলে, স্পিড পোস্টে রাজভবনের তরফে গত ২১ তারিখ চিঠি গিয়েছে তার কাছে। কিন্তু ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেনের কাছে চিঠি যায় তারও দু- তিন দিন পর। সায়ন্তিকার প্রশ্ন যদি যেতে দেরিও করে রেয়াত হোসেনের কাছে কেন মেইলটা পৌঁছালো না সেদিন? কেন তার একার কাছেই মেলটা গেল? বরানগরের জয়ী প্রার্থী বলেছেন সত্যিটা বলছি, উনি সংবিধান মানছেন না, নিয়মও মানছেন না। এই ভয় না থাকলেও আমি যেতাম না। উনি শপথ বাক্য পাঠ করাতে বিধানসভায় আসবেন, অথবা স্পিকারকে বলবেন।

আর এই মন্তব্যকেই সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে সুকান্ত মজুমদার লিখেছেন, “রাজভবনে যেতে নয়, মিথ্যে বলাকে ভয় করুন সায়ন্তিকা। মাননীয় রাজ্যপাল শুধু আপনাকে আমন্ত্রণ জানাননি। একজন জনপ্রতিনিধির মুখে রাজ্যে সাংবিধানিক প্রধান সম্পর্কে এমন ডাহা মিথ্যে এবং অসম্মানজনক মন্তব্য মানায় না। তৃণমূলে অবশ্য এটা বড় যোগ্যতা। রেয়াত হোসেন সরকার মহাশয়ও আমন্ত্রণ পেয়েছেন চিঠিটা দেখুন। যদি একটু লজ্জা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *