সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জুন: বাঁকুড়া শহরের দুটি নামী সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বিহারের ২ চাঁইকে গ্রপ্তার করে পুলিশ। এই ডাকাত দলের বাকি চার সদস্য গা ঢাকা দেয়। ধৃতদের একজন অজিত কুমার (২৮) হাজিপুর বিহারের বাসিন্দা এবং অন্য জন রহিত রায় (২৯) দিগহা, পাটনার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৩টি কার্তুজ, একটি চুরি যাওয়া নাম্বার প্লেট বদল করা টিভিএস, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বিকেলের পর শহরের কাঠজুড়িডাঙ্গায় একটি সোনার দোকানের সামনে সন্দেহজনক ভাবে এই ৬ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ হানা দেয় কাঠজুড়িডাঙ্গায়। সন্ধেয় সেই সোনার দোকানের সামনে থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ৬ ডাকাত রেইকি করে অপারেশন চালায় বলে পুলিশ জানতে পেরেছে।