আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ আগস্ট: আরজিকরের ঘটনার জেরে দেশ ব্যাপী ধর্মঘটে সামিল হয়েছে চিকিৎসকদের সংগঠন আইএমএ অথাৎ ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন। শনিবার সকাল থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলন চলছে হাসপাতাল চত্বরে। মেডিক্যাল পড়ুয়া ও চিকিৎসকরা অবস্থানের মধ্য দিয়ে বিচার চাইছেন। যতদিন না প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন আন্দোলন চলবে দাবি আন্দোলনকারীরা।
চিকিৎসকদের ধর্মঘটের জেরে বিপাকে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। যদিও জরুরি পরিষেবা খোলা থাকায় সেখানেই রোগীরা চিকিৎসক দেখাচ্ছেন। জরুরি পরিষেবায় উপচে পড়েছে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। কেউ সেলাই কাটতে এসেছেন আবার কেউবা চিকিৎসককে দেখাতে।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মহিমুদ হাসান বলেন, “সারা ভারতবর্ষে ধর্মঘট চলছে। আরজিকরে দুষ্কৃতী হামলা প্রতিবাদ জানানো হচ্ছে। আসল দোষীকে গ্রেফতার করা হোক এই দাবি জানাই। আরজিকরের প্রিন্সিপালকে জেরা চলছে আরও গোপন তথ্য প্রকাশ্যে আসবে আসাকরি।” হাসপাতালে আসা রোগী ভূপতি রায় বলেন, “আরজিকরের ঘটনার প্রতিবাদ করা উচিত। দোষীদের ফাঁসি হওয়া উচিৎ। তবে রোগীদের ভোগান্তি যেন না হয় সেদিকেও খেয়াল রাখা দরকার।”
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা শিক্ষক সুদীপন মিত্র বলেন, “আমাদের একটাই দাবি, প্রকৃত দোষীকে গ্রেফতার করা হোক। পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে। সেই ভাবেই আন্দোলন চলবে।”