আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ২ সেপ্টেম্বর: আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে জেলা শাসকের অফিস ঘেরাও করতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির একাধিক নেতা। ধৃতদের দাবি, পুলিশের একাংশ এবং জেলা শাসক তৃণমূলের সভাপতি ও কর্মীদের ভূমিকা পালন করছে। তাই বিজেপির শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেফতার করা হল নেতা কর্মীদের।
সোমবার দুপুরে সিউড়িতে বিজেপির জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি ছিল। সেই মতো সিউড়ি সার্কিট হাউস মোড় থেকে মিছিল বের করে জেলা শাসকের অফিসের সামনে জমায়েত হন বিজেপির নেতা কর্মীরা। জেলা শাসকের অফিসের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ঢুকতে গেলে পুলিশ বিজেপি নেতাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অনেকে।
ধ্রুব সাহা বলেন, “জেলা শাসক তৃণমূলের জেলা সভাপতি হয়ে গিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ প্রথমে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ আমাদের আটক করে”।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আমরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি ভয় পেয়েছেন। তাই পুলিশ দিয়ে আমদের আটকে রেখেছেন। এই পুলিশ আর জেলা শাসকের সঙ্গে আমাদের দেখা হবে আদালতে।”