আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে বৌবাজারের ফিয়ার্স লেনে। সেখানে এদিন দুপুরের পর থেকে অবস্থান বিক্ষোভে বসেন প্রতিবাদী চিকিৎসক পড়ুয়ারা। তাঁদের দাবি, হয় লালবাজারের কাছে বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত তাঁদের মিছিল যাওয়ার অনুমতি দিতে হবে। অথবা, পুলিশ কমিশনারকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে।
এদিন প্রতিবাদীদের পূর্ব নির্ধারিত ওই মিছিলকে ফিয়ার্স লেনের সামনে পুলিশ আটকে দেয়। বস্তুত সেখানে খুব উঁচু, দুর্ভেদ্য অস্থায় ধাতব প্রাচীর তৈরি করা হয়। পুলিশ কর্তৃপক্ষ এবং প্রতিবাদী চিকিৎসক-পড়ুয়া— দু’পক্ষই অনমনীয় থাকায় উত্তেজনা বাড়তে থাকে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে।
এর পর বিজেপি-র সাংসদ তথা রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং এক্স হ্যান্ডলে জানান, “আমি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পেয়েছি যে, যদি আজ রাতে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা না চলে যায়, তাঁদের উপর বিধায়ক অতীন ঘোষ এবং কিছু স্থানীয় কাউন্সিলরের সমর্থিত তৃণমূল গুন্ডার হামলা করার পরিকল্পনা করছে।
আরজিকর-এ ঠিক এরকমই হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার এই ডাক্তারদের কোনও ক্ষতি হলে আপনি তার ফলাফলের মুখোমুখি হবেন। যদি আপনি হিংসার মাধ্যমে ন্যায় বিচারকে দমন করার চেষ্টা করেন, বাংলার জনগণ এবং বিজেপি কর্মীরা চুপ করে বসে থাকবে না। জাতি দেখছে।”