Ghatal, Mothers Hub, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারর্স হাব এবং প্রসূতি বিভাগ পরিদর্শন জেলা শাসক ও পুলিশ সুপারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক এবং পুলিশ সুপার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারর্স হাব এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করেন। মাদারর্স হাব এবং প্রসূতি বিভাগে ভর্তি ১১২ জন মহিলার হাতে শাড়ি তুলে দেন। ৫ জন সদ্যোজাত শিশুর মায়ের হাতে ফল ও বিভিন্ন দ্রব্য সামগ্রী তুলে দেন করেন।

বন্যা পরিস্থিতির মধ্যে ঘাটাল হাসপাতালে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা থেকে ১১২ জন সন্তানসম্ভবা মাকে বন্যার জল পেরিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে জেলা স্বাস্থ্য আধিকারীক জানান। কেউ ট্রাক্টর চেপে, কেউ সিভিল ডিফেন্স ও এসডিআরএফ- এর নৌকায় চেপে বিপদ সঙ্কুল পরিস্থিতির মধ্যে ভর্তি হন হাসপাতালে। আশা কর্মী, চিকিৎসক, সিভিল ডিফেন্সের কর্মী, প্রশাসন সবাই মিলে কাজ করেছেন, তার ফলে কোনও জীবনহানি হয়নি বলে দাবি জেলাশাসকের। সুষ্ঠুভাবে সদ্যোজাত শিশু জন্মলাভ করেছে।

১১২ জন মহিলার মধ্যে, ৫৬ জন মা ইতোমধ্যেই সন্তানের জন্মদান করেছেন। তাঁরা জল কমে যেতেই নিরাপদে বাড়ি ফিরে গেছেন। ২৪ জন মা সদ্যোজাত সন্তানকে নিয়ে ভর্তি আছেন এখনও হাসপাতালে। তাঁদের বাড়িতে এখনও জল রয়েছে। ৩০ জনের বেশি মা এখন রয়েছে মাদারর্স হাবে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *