পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: অবশেষে হোসিয়ারী শ্রমিকদের আন্দোলনের চাপে চলতি বছরের পুজোর বোনাস খানিকটা বৃদ্ধি পেল।
পূর্ব মেদিনীপুর জেলার হোসিয়ারী শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে যাতে জেলার সমস্ত হোসিয়ারী শ্রমিকরা পুজোর বোনাস শ্রম দপ্তরের নির্দেশ অনুসারে পায় সে ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। সেই পরিপেক্ষিতে শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনার (পার্সোনাল) অনিন্দিতা ভট্টাচার্য নিমতৌড়িতে শ্রম দপ্তরের অফিসে মেকার মালিক অ্যাসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে এক বৈঠক ডাকেন। ওই বৈঠকে দীর্ঘ আলোচনার পর এ বছরের পুজোর বোনাস ১০.৫০ শতাংশ হারে দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং একটি চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে মালিক অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন গণেশ কান্ডার, শ্রীমন্ত মাজি, অলক হাজরা। তুমি কি ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করেন মধুসূদন বেরা, নেপাল বাগ, নব শাসমল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মেকার মালিকরা শ্রমিকদের ১০.৩৫ শতাংশ হারে বোনাস দিয়েছিল।
এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের বোনাস খানিকটা বৃদ্ধি পেল। কিন্তু এখনো রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে চার বছরের রেট বৃদ্ধি বকেয়া রয়েছে। অবিলম্বে তা কার্যকর করতে হবে, অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।