স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ মার্চ: ইসলামপুরের মাটিকুন্ডায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মেহেবুব আলমকে দল থেকে বহিষ্কার করলো জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার ইসলামপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
উল্লেখ্য মাটিকুন্ডার ঘটনার প্রায় তিনদিন কেটে যাওয়ার পর শনিবার এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা সভাপতি। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে গোয়ালপোখর, ইসলামপুর, চোপড়া জুড়ে দুষ্কৃতিমূলক কার্যকলাপের ঘটনা সামনে আসায়, তা বন্ধে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার জন্য ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার বিশপ সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান কানাইয়াবাবু। তবে মাটিকুন্ডার ঘটনায় জেলা সভাপতির বিরুদ্ধেই সরব হয়েছিলেন এলাকার বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তবে এবিষয়ে কিছু মন্তব্য করেননি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা।