Dilip Ghosh, BJP, “দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” স্লোগান তুলে দিলীপ ঘোষের নেতৃত্বে মেদিনীপুরে মিছিল বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: “দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” স্লোগান তুলে শুক্রবার বেলা ১২টায় মেদিনীপুর শহরে মিছিল করলো জেলা বিজেপির। বৃষ্টিকে উপেক্ষা করেই বিশাল এই মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কপালে কালো কাপড় বেঁধে মিছিলে পা মেলান তিনি। ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত, মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্যরাও।

মিছিল শেষে কালেক্টরেট এলাকায় আয়োজিত প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “উনি রাস্তায় নেমে নাটক শুরু করে দিয়েছেন। নিজের সরকার, পুলিশ-প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধেই পথে নেমেছেন, এর থেকে ভালো উনি নিজেই পদত্যাগ করুন।” এরপর, জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এই ঘটনায় সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। আর তার অবসান হবে এই সরকারের অবসানের মধ্য দিয়ে।”

শিক্ষা দপ্তর অনুমোদিত কর্মসূচি ছাড়া, স্কুল পড়ুয়াদের অন্য কোনো কর্মসূচিতে যোগ না দেওয়া সংক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই (মাধ্যমিক)-এর নির্দেশিকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তাঁর এই চাপিয়ে দেওয়া নির্দেশিকা কেউ মানবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *